দুই দিনের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৯ এএম

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী দুই দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সংস্থাটি আরও জানিয়েছে বৃষ্টির পর রাতের তাপমাত্রা কমে শীত আরও বাড়তে পারে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান তিনি। আগামী দুই দিনে দেশের বিভিন্ন স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে জানিয়ে শাহনাজ সুলতানা বলেন, আগামী দু-তিনদিন পর রাতের তাপমাত্রা কমতে পারে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: