ভারতে ৬ মাস কারাভোগ শেষে ফিরে এসেছে ১১ জেলে

গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে দেশের জলসীমা অতিক্রম করে ভারতে চলে যাওয়া এফবি ফাতেমা নামে এক ট্রলারের ১১ জেলে ৬ মাস কারাভোগের পরে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বরগুনার পাথরঘাটায় ফিরে এসেছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ছয়টায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হয়ে অতিক্রম করে দীর্ঘ ছয়মাস পর বরগুনার পাথরঘাটার চরদুয়ানী বাড়ী ফিরে আসায় পরিবারের মধ্য আনন্দ বইছে।
ফিরে আসা জেলেরা হচ্ছে- মো. আলী হোসেন, মো. সামছুল হক, আব্দুল জলিল মিয়া, মো. নবী হোসেন লিচ, মো. খলিল মীর, ফারুক মীর, মো. মুছা, মো. রুবেল, মো. রুস্তম, মো.হারুন ও হাফিজুর রহমান। জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটার চরদুয়ানী।
২০২২ সালের ১৫ আগস্ট ভারতের চব্বিশ পরগনা এলাকার ছোট মোল্লাখালী কোষ্টাল এলাকা থেকে ট্রলারসহ আটক ১১ জেলেকে ভারতের পুলিশের কাছে হস্তান্তর করে সেখানের স্থানীয় জেলেরা। ২০২২ সালের ১৬ আগস্ট তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জেলেদের ফিরে আসা বিষয়টি নিশ্চিত করে বলেন,ভারতে থাকা জেলেদের ফিরিয়ে আনার জন্য একাধিকবার ভারতে গিয়েছি। এই সকল জেলে পরিবারকে বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা সহ সকল সহযোগিতায় করা হয় বলে তিনি উল্লেখ করেন।
২০২২ সালের ১১ আগস্ট, এফবি ফাতেমা ট্রলারটি নিয়ে ১১ জেলে সাগরে মাছ ধরাতে যান। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন চরদুয়ানী ইউনিয়নের সামছুল হক। এর দুই দিন পর গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর পর তারা ভাসতে ভাসতে বাংলাদেশি জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করে। পরে স্থানীয় জেলেরা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: