পাস করেছেন বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেয়া সেই সানজিদা

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৭ পিএম

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দেওয়া টাঙ্গাইলের সেই সানজিদা আক্তার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) ফলাফল প্রকাশ হলে দেখা যায়, সে ৪.৭৫ পেয়েছে। গত ১২ নভেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সানজিদার বাবা শামীম আল মামুন। বাবার লাশ বাড়িতে রেখে পরদিন (১৩ নভেম্বর) এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পর্বের পরীক্ষা দেন সানজিদা।

সানজিদা আক্তারের বড় ভাই ইমরান হোসেন বলেন, গত ১৬ সেপ্টেম্বর বাবা পাকস্থলির সমস্যা নিয়ে টাঙ্গাইল শহরের একটি ক্লিনিকে ৪দিন চিকিৎসা নেন। পরবর্তীতে কিডনিতে সমস্যা দেখা দেয়ায় তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ১২ নভেম্বর রাতে বাব মারা যান। সকালে বাবার লাশ বাড়িতে আনা হয়। কিন্তু বাবার লাশ রেখেই ছোট বোনকে এইচএসসি পরীক্ষা দিতে যেতে হয়।

এইচএসসি পরীক্ষার্থী সানজিদা আক্তার বলেন, আমি বাবাকে খুব ভালোবাসতাম। তার নির্দেশ মতো মনোযোগ দিয়ে লেখাপড়া করতাম। আমার বাবার জন্য সবার কাছে দোয়া চাই। তিনি আরও বলেন, আমি ডাক্তার হতে চাই।এজন্য সবারা দোয়া ও সহযোগিতা কামনা করছি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: