বেতাগী-বামনা ও পাথরঘাটায় বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশের বাঁধা

বরগুনার বেতাগী বামনা ও পাথরঘাটা উপজেলা বিএনপির আয়োজনে কেন্দ্র ঘোষিত কমৃসূচির অংশ হিসাবে ১০ দফা দাবীতে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা পুলিশি ও আওয়ামী লীগ কর্মীদের হামলা ও বাঁধায় পন্ড হয়ে গেছে।বেতাগী উপজেলা বিএনপির আহবায়ক হুমাউন কবির জানান, বেলা ১১টার দিকে উপ-জেলার বিবিচিনি ইউনিয়নে নেতা-কর্মীরা সমবেত হলে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে লাঠিচার্জ করলে ৮-১০ জন বিএনপির নেতা কর্মী আহত হয়।
এছাড়াও হোসনাবাদ ইউনিয়নে এসআই ফয়সালের নেতৃত্বে এবং মোকামিয়া ইউনিয়নে বিএনপির নেতা রফিকুল ইসলামের বাসায় আওয়ামী লীগ কর্মীরা হামলা ও ভাংচুর করে। বামনায় পদযাত্রা কর্মসূচি পুলিশ পন্ড করে দেয় বলে অভিযোগ করা হয়। উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ রানা বলেন,পরিকল্পিত ভাবে আমাদের কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে।
তিনি বলেন, শনিবার(১১ ফেব্রুয়ারী) সকাল ১১টায় দলটির নেতাকর্মীরা উপজেলা সদরের কার্যালয় থেকে পদযাত্রা শুরু করলে পুলিশ বাঁধা দেয়। পরে তারা সদর ইউনিয়নের সোনাখালী বাজার থেকে পদযাত্রা শুরু করেন। পুলিশ সেখানে গেয়ে পুনরায় বাঁধার সৃষ্টি করে। ব্যানার ছিনিয়ে নেন। এসময় পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করলে পদযাত্রাটি পন্ড হয়।
উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ রানা বলেন, আমার বাসা পুলিশ অবরুদ্ধ করে রাখেন। পরে বের হয়ে বিএনপি কার্যালয়ে যাই। পাথরঘাটা উপজেলা বিএনপির কর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হলে কার্যালয়ের ভিতরে যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা পুলিশের উপস্হিতে লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করে হামলা ও ভাংচুর করে। এঘটনায় ৬জন আহত হয়েছে বলে দাবী করে বিএনপির আহবায়ক ফারুক চৌধুরী বলেন, শান্তি ভাবে অফিসে বসা অবস্হায় আওয়ামী লীগ কর্মীরা হামলা করেছে।
বরগুনার গৌরিচন্না ইউনিয়নের বিএনপি'র পদযাত্রা কর্মসূচি পুলিশের হামলায় পন্ড হয়েছে বলে জানান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তালিমুল ইসলাম পলাশ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: