ধামরাইয়ে বিএনপির সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩০ পিএম

ঢাকার ধামরাইয়ে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচীর সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক শামীম আহমেদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে ইউপি চেয়ারম্যানের অনুসারীরা। শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত সাংবাদিককে মানিকগঞ্জের সাটুরিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার শিকার সাংবাদিক শামীম আহমেদ যুগান্তর পত্রিকার ধামরাই ইপজেলা প্রতিনিধি। দীর্ঘ দিন ধরে তিনি ধামরাইয়ে সাংবাদিকতা করে আসছেন। তাকে গাঙ্গুটিয়া ইউনিয়নের চেয়ারম্যানের অনুসারীরা কুপিয়ে ও পিটিয়ে আহত করেছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

সাংবাদিক শামীম আহমেদের ছেলে ইমরান বলেন, আজ সারা দেশে ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচীর সংবাদ সংগ্রহ করতে যায় আমার বাবা। ওই ইউনিয়ন চেয়ারম্যান কাদের মোল্লার অনুসারীরাও বিএনপির কর্মসূচী বাধা দিতে যান। সেখানে আমার বাবাকে দেখে তারা আমার বাবার ওপর হামলা চালায়। কাদের মোল্লা ও তার অনুসারীসহ ভাইপো, মামাতো ভাইয়েরা আমার বাবার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় আমার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করেন। বর্তমানে আমার বাবা সাটুরিয়া সদর হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

হামলার কারন সম্পর্কে তিনি বলেন, আমার বাবা কাদের মোল্লার দুর্নীতির বেশ কয়েকটা সংবাদ প্রকাশ করেছিলেন। এতেই তারা বাবার ওপর ক্ষিপ্ত হয়। আজ সুযোগ বুঝে আমার বাবার ওপর হামলা চালায় তারা।

এ ব্যাপারে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লার সাথে মুঠোফোন একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, হামলার ব্যাপারে আমি জানি না। তবে তিনি একটি বাড়িতে ছিল সেখান থেকে আমি নিয়ে এসে হাসপাতালে পাঠিয়েছি। কিসের হামলা, কারা করেছে আপনি তার কাছে জিজ্ঞেস করেন। এব্যাপারে জানি না। উনি (আহত সাংবাদিক) আমাকে বলেছে আমি একটা বাড়িতে আছি আমাকে রিকভার করেন। তখন আমি তাকে ওই বাড়ি থেকে এনে হাসপাতালে পাঠিয়েছি। তবে তাকে আমি আহত অবস্থায় দেখেছি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: