পঞ্চগড়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: দুই পক্ষে আহত ৬, আটক ৪

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে আওয়ামীলীগ ও বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় প্রথমে বাকবিতন্ডা পরে ইট পাথর নিক্ষেপ সহ নেতাকর্মীদের মধ্যে লাঠিসোটা নিয়ে মারধরের ঘটনা ঘটে। এতে দুইপক্ষের পাঁচজন আহত হয়েছেন। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়ন আওয়ামীলীগের শান্তি সমাবেশ এবং ইউনিয়ন বিএনপি’র পদযাত্রা কর্মসূচি পাশাপাশি পালনের সময় নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ওই ইউনিয়নের বিএনপি’র পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন ইউনিয়ন কৃষকলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নূরনবী, ইউনিয়ন যূবলীগের সদস্য শাহজালাল, ইউপি আওয়ামীলীগ সদস্য রুবেল হোসেন। অপরপক্ষে চিলাহাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি আব্দুল আউয়াল, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য রেজাউল করিম এবং বিএনপি’র কর্মী বাবলু। এদের মধ্যে গুরুতর আহত হওয়ায় নূরনবীকে রংপুর মেডিক্যালে স্থানান্তর করা হয়। আওয়ামীলীগের আহত দুইজন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বিএনপি’র দুইজন ডোমার উপজেলার বোরাগাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ।
এদিকে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই বলছেন তাদের উপর হামলা চালিয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বিকেলে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন বিএনপি ভাউলাগঞ্জ বাজারের টাওয়ার এলাকা থেকে ভাউলাগঞ্জ-দেবীগঞ্জ সড়কে একটি পথযাত্রা বের করে। পথযাত্রাটি ইউনিয়নের চৌরাস্তা এলাকায় গেলে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাধাঁ প্রদান করেন। পরে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে পুরো এলাকা জুড়ে অস্থিরতা শুরু হয়। এতে আওয়ামী লীগ ও বিএনপির ৬ জন নেতাকর্মী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার ইউনিয়ন কৃষকলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুরনবীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিলাহাটি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল করতেছিলাম। এসময় আওয়ামী লীগের লোকজন এসে আমাদের বাধা দেয়। পরে তারাই আমাদের উপর হামলা করে আমাদের নেতাকর্মীদের আহত করেছে।
চিলাহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজম বলেন, বিএনপির লোকজন লাঠিসোটা নিয়ে বাজারে মিছিল শুরু করেছিল। একপর্যায়ে তারা ইউনিয়ন বিএনপি নেতা হারুন মাস্টারের গোডাউনের সামনে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালানোর প্রস্তুতি নেয়। পরে অতর্কিতভাবে আমাদের শান্তিপূর্ন কর্মসূচিতে হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন সবকিছু স্বাভাবিক। তবে অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এই ঘটনায় চিলাহাটি ইউনিয়ন বিএনপি’র চার নেতাকর্মীকে আটক করা হয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: