দেবীগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, বিএনপির ৭ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৮ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে ইউনিয়ন বিএনপির পদযাত্রা এবং আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাত বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন কৃষক লীগের নেতা নুর নবি এবং আওয়ামীলীগ কর্মী শাহাজান আলী বাদী হয়ে দেবীগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন। বিকেলে পুলিশ আদালতের মাধ্যমে তাদের জেলা হাজতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল।

গ্রেপ্তাররা হলেন- দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ইউনিয়ন বিএনপিকর্মী আশরাফুজ্জামান, আনোয়ার হোসেন, ময়নুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহব্বায়ক আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শহীদ আলী। এদের সকলের বাড়ি চিলাহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তবে শহীদ আলীর বাড়ি পাশের সোনাহার এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধায় দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নে বিএনপি ও আওয়ামী লীগের পদযাত্রা এবং শান্তি সমাবেশকে কেন্দ্র করে উভয় পক্ষের ছয় নেতাকর্মী আহত হন। এদের মধ্যে ইউনিয়ন কৃষক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুর নবীকে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে। এ পর্যন্ত চিলাহাটি ইউনিয়ন বিএনপির সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানোর প্রক্রিয়া প্রায় শেষ। অন্য আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: