জারবেরা ফুলের বাম্পার ফলন, অধিক লাভের আশা চাষীদের

সাভারের বিরুলিয়ায় এখন জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী প্রজাতির বিদেশী জারবেরা ফুলের বাণিজ্যিক চাষাবাদ। দীর্ঘ দুই বছরের সময়ে চাহিদা কম থাকলেও এবছর আবহাওয়া অনুকূলে থাকায় জার্মান বংশোদ্ভুদ ফুল জারবেরার বাম্পার ফলন হয়েছে দ্বিগুণ। তাই চাষিরা এবারের পহেলা ফাল্গুন,বিশ্ব ভালোবাসা ও মাতৃভাষা দিবস দিবসকে ঘিরে ভালো দাম পেয়ে স্বপ্ন জয়ের আশা এখানকার ফুল চাষীদের। বিরুলিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম জার্মান বংশোদ্ভুদ ফুল জারবেরা চাষের মাধ্যমে ব্যাপক সফলতা পেয়েছেন।
বাগান মালিক ও ফুল চাষীরা জানান, ভারত থেকে জারবেরা ফুলের টিস্যু এনে রোপনের ৬৫ দিন পর গাছে ফুল আসে। একটি চারা থেকে বছরে ৬২টি ফুল সংগ্রহ করা যায়। প্রতি মাসে বাগান থেকে চার-পাঁচ বার ফুল সংগ্রহের পর বাজারজাত করা হয়। আর ১০ টাকা দরে প্রতি ফুলের মূল্যে পেলে ৬ বিঘা জমির বাগান থেকে মাসে ১০-১৫ লাখ টাকা আয় করা সম্ভব। তবে পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা ও মাতৃভাষা দিবস দিবসকে ঘিরে ফুলের ভালো দাম পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা।
এছাড়াও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তাদের ফুল বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে বলেও জানান তারা।
এ বিষয়ে সাভার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজিয়াত আহমেদ বলেন, সাভারে বর্তমানে প্রায় ২৮০ হেক্টর জমিতে গোলাপ, গ্লাডিউলাস ও গাদাসহ বিভিন্ন প্রজাতির ফুলের বাণিজ্যিক চাষ হচ্ছে। এর মধ্যে প্রায় ২০ হেক্টর জমিতে চাষ হচ্ছে জার্মান বংশোদ্ভুদ ফুল জারবেরা। ব্যাপক হারে ফুল চাষ হওয়ায় এখানে চাষীদের সরকারি প্রশিক্ষণের পাশাপাশি ঋণ সুবিধা প্রদান করা হয়। তবে এখানে চাষকৃত ফুল বিদেশে রপ্তানীর মাধ্যমে চাষীদের অধিক আয়ের জন্য কাঁচামাল রপ্তানিকারকদের আহ্বান জানাই।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: