তেঁতুলিয়ায় ডেনমার্কের রাষ্ট্রদূত এবার ডেনমার্কের রাষ্ট্রদূত টিউলিপ বাগানে

দেশের বিভিন্ন স্থান থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়ায় আসছেন ভিনদেশী টিউলিপ ফলের সৌন্দর্য দেখতে। এবার টিউলিপ বাগান পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি স্রট্রাপ পিটারসন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়ায় তাদেরকে টিউলিপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নারী ফুল চাষীরা। এ সময় আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ডাচ নাগরিক আর্নো হ্যামেলিয়ার্স তার সফর সঙ্গি ছিলেন। স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সহযোগি সংস্থার আহব্বানে তিনি বাগান পরিদর্শনে এসেছেন বলে জানা গেছে।
বাগান প্রবেশ করে উপভোগ করেন টিউলিপের সৌন্দর্য। বাংলাদেশের মতো দেশে সীমান্তের অঞ্চলে এরকম নেদারল্যান্ডের নান্দনিক টিউলিপ ফুলের চাষ হতে পারে তা দেখে তারা অভিভূত হন। এ সময় তারা এ অঞ্চলে টিউলিপ চাষের সাথে সম্পৃক্ত বিশজন নারী কৃষাণীর সাথে কথা বলেন। টিউলিপ চাষ, ল্যান্ড ও আগামী পরিকল্পনা নিয়ে কথা বলেন। পরে ইএসডিও ও পিকেএসএপের উদ্যোগ, পরিশ্রম ও সাফল্যের প্রশংসা করেন রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসান ও ড. আর্নো হ্যামেলিয়ার্স।
এ সময় কনসালটেন্ট ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভলপমেন্ট (ইফাদ) এর দেওয়ান আলমগীর, সিনিয়র মহাব্যবস্থাপক (কার্যক্রম) পিকেএসএফ ড. আকন্দ মো. রফিকুল ইসলাম, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, পিকেএসএফ এর ভ্যালুচেইন ষ্পেশালিস্ট মো. রাফিজুল ইসলাম মন্ডল, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ওসি আবু সাঈদ চৌধুরী উপস্থিত ছিলেন।
উত্তরের শীতপ্রবণ প্রান্তিক এলাকা তেঁতুলিয়ায় গত বছরের মত এবারও পিকেএসএফ এবং ইফাদ এর সহায়তায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থাটিরর উদ্যোগে তেঁতুলিয়ার দর্জিপাড়ায় এক লাখ পিছ টিউলিপ ফুলের চারা লাগান। দুই একর জমিতে ২০ জন স্থানীয় কৃষকের লাগানো চারায় সম্প্রতি ১০ প্রজাতির বাহারি টিউলিপ ফুল ফুটেছে। প্রতিদিন অসংখ্য পর্যটক টিউলিপ বাগান দেখতে ভিড় করছেন দর্জিপাড়ায়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: