জুড়ীতে হাজী মাহমুদ আলী দাখিল মাদরাসায় পরিবেশমন্ত্রী কে সংবর্ধনা

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৫ পিএম

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার হাজী মাহমুদ আলী দাখিল মাদরাসার পক্ষ থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি কে
সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি কয়ছর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আইনুদ্দীন আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জিত চন্দ্র দে, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, বড়লেখা পৌরসভার মেয়র আবু ইমাম মোঃ কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, জেলা পরিষদের সদস্য মোঃ বদরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল খালিক, পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুয়েল উদ্দিন, লন্ডন প্রবাসী ফখরুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হাজী জমির উদ্দিন, মোঃ ইসলাম উদ্দিন, মাদরাসার সুপার শাহাব উদ্দিন, সহ- সুপার আসিকুর রহমান, যুবলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন মাদ্রাসার ছাত্রী সুমাইয়া জান্নাত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন চিকন, যুবলীগ নেতা আহমদ কামাল অহিদ, মো: শাহ আলম, এ্যাডভোকেট আব্দুল মতিন, সাইফুর রহমান, ফয়ছাল আহমদ, আহমদ আল সুয়াদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ূন রশীদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, কলেজ ছাত্রলীগ সভাপতি আশফাক আদনান।

প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সেলিম উদ্দিন এক প্রতিক্রিয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি সহ সকল অতিথিবৃন্দ উপস্থিত হওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে পরিবেশমন্ত্রী হাজী মজম্মিল আলী মখরুন নেছা হাফিজিয়া মাদ্রাসা, হাজী উস্তার আলী জামে মসজিদ, হাজী মাহমুদ আলী দাখিল মাদরাসা, হাজী নিমার আলী এবং কামরুল নাহার গ্রন্থাগার পরিদর্শন করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: