ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল ইলেকট্রিক এক্সপো

দেশে উৎপাদিত আন্তর্জাতিকমানের ইলেকট্রিক পণ্য সামগ্রীর রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে আগামী ৯ মার্চ থেকে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল ইলেকট্রিক এক্সপো বাংলাদেশ ২০২৩। বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিইএমএমএ) এবং ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি ওয়েম বাংলাদেশ লিমিটেড আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় যৌথভাবে তিন দিনব্যাপী মেলার আয়োজন করবে। ৭ম বারের মত আয়োজিত এবারের মেলায় ১৫০টি ব্র্যান্ডের ১২০টি স্টল, ৪০ জন বিদেশি প্রতিনিধি, ৮০ জন এক্সিবিউটরস অংশ নেবেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক্সপো উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আফতাব জাবেদ।
তিনি বলেন, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, থাইল্যান্ড ও মালয়েশিয়ার আন্তর্জাতিক বৈদ্যুতিক পণ্য নির্মাতারা মেলায় তাদের পণ্য প্রদর্শন করবে।
দ্রুত নগরায়ণ, বিদ্যুতের প্রাপ্যতা ও ব্যবহার বৃদ্ধি এবং জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধির জীবন যাত্রার মানউন্নয়নের কারণে বৈদ্যুতিক পণ্য এবং তারের অভ্যন্তরীণ বাজার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
বৈদ্যুতিক পণ্যের বাজার সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশে এখন প্রতি বছর ৫ হাজার কোটি টাকার বেশি বৈদ্যুতিক পণ্য বিক্রি হয়, যা ২০১০ সালে ছিল ১৫০০ কোটি টাকা। ব্র্যান্ডেড পণ্যগুলি স্থানীয় চাহিদার ৬০ শতাংশ পূরণ করে এবং নন-ব্র্যান্ডেড স্থানীয় এবং আমদানি করা পণ্যগুলি বাকি মেটায়।
জানা গেছে, আন্তর্জাতিক এই মেলায় বাংলাদেশ ছাড়াও সাতটি দেশ তাদের উৎপাদিত ইলেকট্রিক্যাল পণ্য প্রদর্শন করবে। এছাড়াও মেলায় পণ্য প্রদর্শনীর পাশাপাশি থাকছে বিটুবি ও বিটুসি মিটিংয়ের সুযোগ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর ভাইস প্রেসিডেন্ট মীর নিজাম উদ্দিন আহমেদ, বিইসিএমএর ভাইস প্রেসিডেন্ট এ. বি. এম আরশাদ হোসেন, বিমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মমিনুর রহমান মিঠু, এসএমই ফাউন্ডেশনের পরিচালক এনায়েত হোসেন চৌধুরী, বিমা পরিচালক ও মেলা কমিটির চেয়ারম্যান আজিবর রহমান, বিপিসির নির্বাহী কর্মকর্তা এস এম আনোয়ার হোসেন, ওয়েম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মুহাম্মাদ আরিফ ও পরিচালক (মার্কেটিং) নাছিমুর রহমান।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: