ডাকাতির সময় সাগরে ঝাঁপ দেওয়া ৯ জেলের ৪ জনকে উদ্ধার

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩১ পিএম

বরগুনার পাথরঘাটা মৎস্য বন্দর থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এফবি ভাই ভাই নামে একটি মাছ ধরা ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ট্রলারের মাঝিসহ ৯ জেলেকে কুপিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে বাকি ৯ জেলেকে জিম্মি করে ট্রলারে থাকা মালামাল লুট করে নিয়ে যায়। দস্যুদের হামলার সময় প্রাণে বাঁচতে সাগরে ঝাঁপিয়ে পড়া নয় জেলের মধ্যে চারজনকে আজ সোমবার (২০ ফেব্রুয়ারী) জীবিত উদ্ধার করেছে পারঘাটা দক্ষিণ জোনের কোষ্টগার্ড কর্মকর্তারা।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল।

ফিরে আসা জেলেরা হলেন, মোঃ ইয়াসিন-(৩২) মোঃ শফিকুল ইসলাম-(৫৫), মোঃ জামাল খান-(৫০), আব্দুল হাই-(৫০) আহত চার জেলে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে পাথরঘাটা থেকে ৯০ কিলোমিটার পূর্বে বঙ্গোপসাগরে পায়রা বন্দর থেকে পশ্চিমে বয়া এলাকায় বঙ্গোপসাগরে একটি মাছ ধরা ট্রলারে দস্যুদের হামলার ঘটনা ঘটে। তারা ওই ট্রলারে থাকা ১৯ জেলের ওপরে গুলি চালিয়ে ও কুপিয়ে ৯ জেলেকে গুরুতর জখম করে। এসময় জীবন বাঁচাতে সাগরে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হন ৯ জেলে।ট্রলারের সব মালামাল লুটে নিয়ে চলে যায় দস্যুরা।ট্রলারের সব মালামাল লুটে নিয়ে চলে যায় দস্যুরা।

উদ্ধারকৃত জেলেদের সাথে কথা বলে জানা যায়, নিখোঁজ আরেকজন জেলে মৃত অবস্থায় তাদের সাথে ছিল, তবে তারা সেই জেলের মৃতদেহ সংরক্ষণ করতে ব্যর্থ হয়৷

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: