বাবাকে লিভারের অংশ দান করলেন মেয়ে, গড়লেন ইতিহাসও

সন্তানকে বাঁচাতে বাবা-মায়ের আপ্রাণ প্রচেষ্টার ঘটনা গুণে শেষ করা যাবে না। এবার হল তার উল্টোটা বাবাকে বাঁচাতে ১৭ বছর বয়সী দেবানন্দ তার বাবার লিভারের একটি অংশ দান করে ইতিহাস তৈরি করেছেন। সে দেশের সর্বকনিষ্ঠ অঙ্গ দাতা হিসেবে রেকর্ডও করেছে। ভারতের কেরালার মেয়েটি দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আইন অনুযায়ী ভারতে অপ্রাপ্তবয়স্কদের অঙ্গ দান করার অনুমতি নেই। তবে মেয়েটি কেরালা হাইকোর্টে বিষয়টি বিবেচনার আবেদন জানায়।
গত ৯ ফেব্রুয়ারি অসুস্থ বাবা প্রথমশকে বাঁচাতে তার লিভারের একটি অংশ দান করেন। অবশ্য এটি আদালতের অনুমতি পাওয়ার পর দিয়েছে। ৪৮ বছর বয়সী প্রথমশ কেরেলার ত্রিশুর শহরে অবস্থিত একটি ক্যাফের মালিক। তিনি দীর্ঘদিন ধরে লিভারের রোগে ভুগছিলেন। প্রথমশকে কেরেলার আলুভার রাজাগিরি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়।
দেবানন্দার বীরত্বপূর্ণ প্রচেষ্টার প্রশংসা করে হাসপাতাল বিনা টাকায় অস্ত্রোপচার করে। এক সপ্তাহ হাসপাতালে থাকার পর দেবানন্দাকে রিলিজ দেয় কর্তৃপক্ষ। বাবাকে লিভারের একটি অংশ দান করে তিনি গর্বিত, খুশি এবং স্বস্তি পেয়েছেন। আদর করে বাবা হাসপাতালের বেডে থাকা অবস্থাও একটা চুমুও দিয়েছেন ওই কিশোরী।
ভারতে মানব অঙ্গ প্রতিস্থাপন আইন অনুসারে অপ্রাপ্তবয়স্কদের অঙ্গ দানের অনুমতি দেয় না। দেবানন্দা সমস্ত সম্ভাবনাগুলো অনুসন্ধান করেছিলেন এবং সবশেষে কেরেলার হাইকোর্টের কাছে যান। পরে আদালত শিশুকে অঙ্গ দান করার অনুমতি দেন। দেবানন্দার সাহসী ভূমিকার জন্য তার প্রশংসা করেন আদালত। সূত্র - এনডিটিভি
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: