চাঁদপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চাঁদপুরে বোগদাদ বাস- সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬ টার দিকে চাঁদপুর সদরের ঘোষেরহাট মিয়ারবাজার জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে বোগদাদ বাসটি চাঁদপুর থেকে কুমিল্লা যাওয়ার সময় ও বিপরীত দিক থেকে আসা সিএনজি ঘোষেরহাট মিয়াবাজার মসজিদের সংলগ্ন স্থানে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চার যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। নিহতরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার ধলাইতলী এলাকার হারুন বেপারীর ছেলে মোঃ হাবিব বেপারী (২৪), চাঁদপুর সদর উপজেলার গোবিন্দিয়া এলাকার ইউসুফ হাওলাদারের ছেলে নেছার হাওলাদার (৪০) ও বিষ্ণুপুর এলাকার মৃত বশির প্রধানিয়ার ছেলে মোঃ মাহবুব প্রধানিয়া (৫০)।
চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপর ঘটনাস্থলে গিয়ে বাস-সিএনজি জব্দ করা হয়েছে এবং মরদেহগুলো ঘটনাস্থলে রয়েছে। তদন্ত শেষে মরদেহগুলো মর্গে পাঠানো হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: