প্রেমিককে নিয়ে স্বামী-শাশুড়িকে টুকরো করে ফ্রিজে ভরল গৃহবধূ

পরকীয়া প্রেমের পথে প্রধান বাঁধা হয়ে দাঁড়ানোয় প্রেমিককে সাথে নিয়ে স্বামী-শাশুড়িকে হত্যা করেছেন এক গৃহবধূ। হত্যার পর তাদের দেহের অংশ খণ্ডবিখণ্ড করে ফ্রিজে ভরে রাখেন তিনি।সম্প্রতি ভারতের ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে ঘটেছে আলোচিত এই ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনা গুয়াহাটির নুনমাটি এলাকার। মাস সাতেক আগেই স্বামী অমরেন্দ্র দে এবং তাঁর শাশুড়ি শঙ্করী দে-কে খুন করেন ওই গৃহবধূ। প্রথমে তাঁদের দেহ টুকরো করে কেটে ফ্রিজে লুকিয়ে রাখেন। তারপর বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন। রবিবার অবশেষে ভয়ংকর এই ঘটনার কথা জানতে পারে পুলিস। অভিযুক্ত গৃহবধূ বন্দনা কালিতাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। জেরায় নিজের অপরাধ স্বীকারও করেছেন তিনি বলে খবর। পরে বন্দনা জানান, প্রেমিক অরূপ ডেকা ও বন্ধু ধনজিৎ ডেকার মদতেই এই কাজ করেন তিনি।
ভারতীয় একাধিক গনমাধ্যম সূত্রে জানা যায়, খুনের পর স্বামী এবং শাশুড়ির নামে নিজেই নুনমাটি থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেছিলেন বন্দনা। কিন্তু সেই তদন্তে কিছুই পাওয়া যায়নি। এর পর অমরেন্দ্রের তুতো ভাই আরও একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন। তার ভিত্তিতে পুনরায় এই ঘটনার তদন্ত শুরু হয়।
পরবর্তীতে গত ১৭ ফেব্রুয়ারি বন্দনাকে আটক করে পুলিশ। রবিবার তল্লাশি চালিয়ে দেহের কিছু টুকরো উদ্ধার করেছে পুলিশ। এর পরই বন্দনা এবং ওই ২ যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশসূত্রে খবর, খুনের কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত মহিলা। জানিয়েছেন, তিনি নিজেই স্বামী ও শাশুড়িকে খুন করেছেন। এরপর দেহের টুকরো করে পলিথিন ব্যাগে ভরে সেগুলি ফ্রিজে ভরে রাখেন। তারপর ভাড়া বাড়ি ছেড়ে চলে যান।
কিছুদিন পরে ফিরে এসে ফ্রিজ থেকে শরীরের টুকরোগুলো বের করে মেঘালয়ের ডাউকি শহরে ফেলে দেন। মহিলা পুলিশকে জানিয়েছেন যে, তার এক বন্ধু ওই কাজে তাঁকে সাহায্য করেছেন। অভিযুক্তর প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে, তাঁরা ওই মহিলাকে ছাদে বিছানা ও জামাকাপড় পোড়াতে দেখেছে। সূত্র: এনডিটিভি
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: