মুকেশ আম্বানির কন্যার বিয়ের লেহেঙ্গার দাম ৯০ কোটি রুপি!

ভারতের ধনকুব মুকেশ আম্বানির কন্যা ঈশার বিয়েতে হাজির হয়েছিলেন বিশ্বের নামি দামি সব শিল্পপতি ও তারকারা। ভারতের ধনকুবের বাড়িতে বিয়ের আয়োজন মানেই সেখানে বসবে তারার মেলা এটাই স্বাভাবিক। তবে এসব ছাড়িয়ে আলোচনার কেন্দ্রে বিয়েতে মুকেশ কন্যার পরিহিত লেহেঙ্গাটি। ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবর ওই লেহেঙ্গাটির দাম ৯০ কোটি রুপি।
কিন্তু কেনো এত দাম এ পোশাকের? ২০১৮ সালের ১২ ডিসেম্বর ঈশা এবং তার বাল্যবন্ধু ব্যবসায়ী আনন্দ পিরামলের বিয়ে হয়। ঈশা তার বিয়েতে যে লেহঙ্গাটি পরেছিলেন তাতে বসানো ছিল হীরা। সোনার পাত দিয়েও কাজ করা ছিল লেহঙ্গায়। পোশাকশিল্পী আবু জানি এবং সন্দীপ খোসলা বিশেষভাবে বহু ঘেরযুক্ত লেহঙ্গাটি বানিয়েছিলেন। ঘিয়ে রঙের লেহঙ্গার কলিগুলিতে এমব্রয়ডারির কাজও খুব সুন্দর করে করা হয়েছিল।
লেহঙ্গাজুড়ে যে সূক্ষ্ম ফুলের ডিজ়াইন রয়েছে তাতে সিকুইনের কাজ ধরা পড়েছে। অনেকের দাবি, এই কাজ করতে দামি পাথরও ব্যবহার করা হয়েছে। বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রের দাবি, ঈশা এবং আনন্দের বিয়ে উপলক্ষে ৮২৭ কোটি ৬২ লক্ষ ১০ হাজার কোটি টাকা খরচ করা হয়েছিল। এদিকে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়োন্সে, হিলারি ক্লিন্টন, আরিয়ানা হাফিংটন, নিক জোনাসের মতো তারকা। এ ছাড়াও অমিতাভ বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, শাহরুখ খানসহ আরও বলিউড তারকা উপস্থিত ছিলেন সেখানে। সূত্র - আনন্দবাজার
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: