বরগুনায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

বরগুনায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বরগুনা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে এ মাদকদ্রব্য ধংস করা হয়।
জানা গেছে, জি/আর ৩০৬/১৭(আমতলী), সেশন ১১৭/১৮ (ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ৩(খ)/২৫) নং মামলায় ২০১৭ সালে জেলার আমতলী উপজেলা থেকে ১৯০০ বোতল ফেনসিডিল (মাদক) উদ্ধার করা হয়। মামলাটি বিচারাধীন থাকায় ও আদালতের মালখানায় পর্যাপ্ত জায়গা না থাকায় বরগুনা দায়রা ও জজ আদালতে অনুমতি নিয়ে উদ্ধারকৃত মাদকের ২৫ বোতল ফেন্সিডিল নমুনা হিসেবে রেখে বাকি ১৮৭৫ বোতল ফেন্সিডিল রোলার দিয়ে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বরগুনা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ মাহবুব আলম, আদালতের মালখানার ভারপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেট রাসেল মজুমদার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নাহিদ হোসেন ও রফিকুল হাসানসহ কোর্ট পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
এসময় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ মাহবুব আলম বলেন, আদালতের নিয়মিত কাজের একটি অংশ হিসেবে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আদালতের মালখানায় পর্যাপ্ত জায়গা না থাকার কারনে জেলা ও দায়রা জজ আদালতের অনুমতি নিয়ে জি/আর ৩০৬/১৭নং মামলায় উদ্ধারকৃত ১৯০০ বোতল ফেন্সিডিল থেকে ২৫ বোতল নমুনা রেখে ১৮৭৫ বোতল ফেন্সিডিল রোলারে পৃষ্ট করে ধ্বংস করা হয়েছে। মামলাটি আদালতে বর্তমানে বিচারাধীন আছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: