আলোর দিশারীর নাম শেখ হাসিনা: নৌ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৭ পিএম

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আপনারা ২২ টাকায় ইউরিয়া নিচ্ছেন। এক কেজিতে সরকার ৫৯ টাকা ভর্তুকি দিচ্ছে। এই ভর্তুকি অতীতিতে কোন সরকার দেয় নাই। আজ থেকে বিশ বছর আগে কথা চিন্তা করেন কি অবস্থা ছিল সেই সময়। আপনার জানেন সারের জন্য ১৮ জন কৃষক জীবন দিয়েছিলেন। তারপর কৃষক সার পায় নাই। আজকে কৃষকরা আনন্দের সাথে উৎপাদন করছে। বর্তমান সরকার প্রান্তিক পর্যায়ের সারের ডিলার নিয়োগ করেছে। সমগ্র বাংলাদেশে ডেলটা প্লান নেওয়া হয়েছে। সমগ্র দেশের নদী নালা খনন করা হবে। পানি প্রবাহ নিশ্চিত করার জন্য খনন করা হচ্ছে। সেসব জায়গায় খনন করা হয়েছে। সেখানকার কৃষকরা সুবিধা পাচ্ছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বোচাগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা আওতায় বোরো সমলয় চাষাবাদ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নৌ-প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার কৃষকদের সাথে আছে। প্রান্তিক পর্যায়ে মানুষকে সহযোগিতা করছে। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলেই। দেশের উন্নয়ন ও অগ্রগতি হয়েছে। আমরা বহু নেতৃত্ব দেখেছি। কোন নেতৃত্ব কোন কিছু দিতে পারে নাই। প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বের মানুষ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। আলোর দিশারীর নাম শেখ হাসিনা। কাজেই শেখ হাসিনার উপর আস্তা রাখবেন।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নয়ন কুমার সাহা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফসার আলী, সেতাবগঞ্জ পৌর মেয়র মো. আসলাম, বোচাগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ আফজাল প্রমুখ।

উল্লেখ, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নে ৫০ একর জমিতে ৫৮ জন কৃষক কৃষি প্রণোদনা আওতায় বোরো সমলয় চাষাবাদ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রাইস ট্রান্সপ্ল্যান্টারের সুবিধা পাচ্ছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: