কে এই অজয় বাঙ্গা!

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৭ এএম

মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় এ কথা জানান তিনি।এমন পরিস্থিতিতে ইন্দো-আমেরিকান ব্যবসায়ী অজয় ​বাঙ্গাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য মনোনীত করেছে হোয়াইট হাউজ। এর ফলে প্রথম কোনো মার্কিন ভারতীয় এই পদে কাজ করবেন।

মূলত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত করে থাকেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ওয়ার্ল্ড ব্যাংক মূলত পরিচালনা করে যুক্তরাষ্ট্র আর আইএমএফ পরিচালিত হয় ইউরোপে। এছাড়া  বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গার নাম মনোনীত হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে আলোচনায়। ৬৩ বছর বয়সী বাঙ্গা বর্তমানে ইক্যুইটি ফার্ম জেনারেল আটলান্টিকের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে বিখ্যাত ক্রেডিট কোম্পানি মাস্টারকার্ডের সাবেক প্রধান নিবাহী কর্মকর্তা (সিইও) ছিলেন তিনি।

১৯৫৯ সালের ১০ নভেম্বর পুনের খাডকি ক্যান্টনমেন্টে এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেন বাঙ্গা। তার পরিবারের সদস্যরা পাঞ্জাবের জলন্ধরে থাকেন। বাঙ্গার বাবা হরভজন সিং ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। অজয় বাঙ্গা দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে অর্থনীতিতে অনার্স করেন। এরপর তিনি আইআইএম আহমেদাবাদ থেকে ম্যানেজমেন্ট নিয়ে ডিগ্রি নেন।

পরবর্তীতে পড়াশোনা শেষ করার পর বাঙ্গা নেসলে ইন্ডিয়া এবং সিটি ব্যাংকের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালে তিনি পেপসিকোতে যোগ দেন এবং যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ২০০৯ সালে মাস্টারকার্ডের প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন এবং পরে সিইও পদে আসীন হন। ২০১৬ সালে ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’ দ্বারা সম্মানিত করে। এছাড়া  বারাক ওবামা যখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তখন ​​বাঙ্গাকে সাইবার সিকিউরিটি কমিশনের সদস্য করা হয়েছিল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: