আশুলিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ, সম্পাদক সম্ভু

সাভারে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশুলিয়া থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী আশুলিয়ার নরশিংহপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দীর প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন আশুলিয়া থানা আহ্বায়ক কমিটির আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উক্ত সম্মেলনে বাবু আশীষ চন্দ্র নাগ আহ্বায়ক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশুলিয়া থানা শাখার সভাপতিত্বে ও সম্ভু চন্দ্র সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু দিপক পাল দিপু, এ অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্তিত ছিলেন, ঢাকা জেলার পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বাবু নিতাই চাঁদ তালুকদার এফ. সি. এ।
প্রধান অতিথির বক্তব্যে বাবু দিপক পাল দিপু বলেন, একতাই বল, আমরা একে অপরের সহযোগীতা করবো, সম্মিলিত হয়ে মা মাটির সম্মান বজায় রাখবো। আমাদের মৌলিক অধিকার বাস্তবায়নে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ছায়াতলে সম্মিলিত হয়ে কাজ করে যাবো। আর কমিটির মানে অর্থ ইনকাম করা নয়। এ কমিটি মানে রাজনৈতিক নেতা হওয়া নয়, এ কমিটি মানে অন্যের সম্পদ দখল করা নয়, এ কমিটি মানে কোনো ধর্মের উপরে আঘাত করা নয়, এ কমিটির মানে ধর্মের বড়াই করা নয়,নিজ অধিকার আদায় তথা সনাতন ধর্মের মৌলিক অধিকার বাস্তয়ন করা।
তিনি আরও বলেন, এ দেশের মানুষ ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলার রুপকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সর্বত্র সহযোগীতা করবেন নিশ্চয়ই।আসুন মন্দীর রক্ষা করি পূজা পার্বণ এর পবিত্রা রক্ষা করি,মা বোনেরা নির্বিঘ্নতায় পূজা মন্দীর পরিদর্শন করবেন এ দিক দিয়ে সচেতনতা অবলম্বন করতে হবে। করি,আসুন সকল ধর্মের মানুষের পাশে দাঁড়াই, মানব কল্যানে কাজ করি, দেশের উন্নয়নের ধারা অবহ্যাত রাখতে দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি (নির্বাহী সদস্য) অধ্যাপক রজত কুমার সূর রাজু, প্রধান বক্তা বাবু নন্দ গোপাল সেন (সদস্য সচিব) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঢাকা জেলা,বিশেষ অতিথি মণ্ডলী বাবু বরুন ভৌমিক নয়ন (সদস্য) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঢাকা জেলা, বাবু অজিত কুমার চক্রবর্তী বীর মুক্তিযোদ্ধা ও (সভাপতি)বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধামরাই উপজেলা, সম্মানিত অতিথি বাবু কমল চন্দ্র পাল (সদস্য ও সমন্বয়ক কমিটি) বাংলাদেশ পূজা উদযাপন ঢাকা জেলা।
এসময় বাবু আশীষ কুমার নাগ কে সভাপতি ও ভজন কুমার দাস কে সহ-সভাপতি ও সম্ভু চন্দ্র সরকার কে সাধারণ সম্পাদক ও শ্রী প্রদীপ কুমার রায়কে সাংগঠনিক সম্পাদক করে (৫১) সদস্যের একটি পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার সকল সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ শিশু বৃদ্ধারা।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: