বাঘ ধরার খাঁচায় আটকা পড়ল মানুষ!

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২০ এএম

গ্রামের আশেপাশে বেশ কয়েকদিন ধরেই বিচরণ করছিল একটি হিংস্র চিতা বাঘ। আর  বাঘটিকে তাই ধরার জন্য তাই বিশাল খাঁচা দিয়ে ফাঁদ পাতেন বন বিভাগের কর্মীরা। তবে সেই খাঁচার ভেতর চিতার বদলে আটকে যান একজন মানুষ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভারতের উত্তর প্রদেশের বুলান্দশাহর গ্রামে ঘটেছে এই ঘটনা।

ভারতীয় একাধিক গনমাধ্যম সূত্রে জানা যায়, চিতা বাঘটিকে আকৃষ্ট করতে খাঁচার ভেতর একটি মোরগ রাখা হয়েছিল। সেই মোরগটি ধরতে খাচার ভেতর ঢোকেন ওই ব্যক্তি। আর সঙ্গেই সঙ্গেই ভারী খাঁচাটির প্রবেশদ্বার বন্ধ হয়ে যায়। এরপর তিনি আটকে যান। ওই ঘটনার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।বন কর্মকর্তা রাধেশ্যাম বলেন, ‘একটি বাঘ বিচরণ করার খবর জানতে পেরে আমরা সেখানে ফাঁদ পাতি। অবশ্য ফাঁদ পাতার আগে আমরা দীর্ঘ সময় বাঘটির খোঁজ করি।’

তিনি আরো জানিয়েছেন, ‘খাঁচার ভেতর একটি মোরগ ছিল। যখন ওই মানুষটি খাঁচার ভেতর ঢুকে মোরগটি ধরেন, তখন দরজা ব্ন্ধ হয়ে যায়। ওই ব্যক্তিকে অবশ্য প্রায় সঙ্গেই সঙ্গেই বের করে আনা হয়।’

উল্লেখ্য, ভারতের বিভিন্ন গ্রাম ও শহরে প্রায়ই চিতা বাঘের উপস্থিতির ঘটনা সম্পর্কে জানা যায়। উত্তর প্রদেশের গাজিয়াবাদের আদালত প্রাঙ্গনে একবার চিতা বাঘ ঢোকার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় অনেকে আহত হন। পরবর্তীতে বাঘটিকে আটক করা হয়। সূত্র: এনডিটিভি

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: