বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিকার বাড়িতে তরুণের আত্মহত্যা

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৮ এএম

নরসিংদীর মনোহরদী উপজেলার একটি বাড়ির বারান্দা থেকে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই তরুণের নাম মামুন মিয়া (২৩)। স্বজন ও এলাকাবাসী জানান, যে বাড়ি থেকে ওই তরুণের লাশ উদ্ধার করা হয়েছে, ওই বাড়ির এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মামুনের। প্রেমিকা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই বাড়িতেই আত্মহত্যা করেছেন তিনি।

মামুন মিয়া উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের আবু ছিদ্দিকের ছেলে। পেশায় ছিলেন একজন ট্রাক্টরচালক। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে প্রেমিকার বাড়ির বারান্দা থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। এ বিষয়ে মনোহরদী থানা পুলিশ বলছে, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, উপজেলার একটি গ্রামের এক মেয়ের সঙ্গে এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল মামুনের। দুই পরিবারের সদস্যরাই বিষয়টি জানতেন। কয়েক দিন আগে মামুনের পরিবার থেকে ওই মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হয়। কিন্তু মামুনের কাছে বিয়ে দিতে সম্মত হয়নি মেয়ের পরিবার।

মামুনের পরিবারের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত একটার দিকে প্রেমিকার সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান মামুন। কিন্তু প্রেমিকা তাঁর সঙ্গে দেখা করেননি। রাত দুইটার দিকে মামুন তাঁর ছোট ভাইকে কল দিয়ে বলেন, ‘আমাকে ক্ষমা করে দিস, আর হয়তো দেখা হবে না।’ পরবর্তী সময়ে মামনুকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। সন্দেহ হলে ওই বাড়িতে গিয়ে বারান্দায় মামুনের ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: