বরগুনায় বিএনপির পদযাত্রা শুরু

চাল, ডাল,তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার, বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বরগুনায় অনুষ্ঠিত হলো বিএনপির জেলা পদযাত্রা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ চৌধুরীর নেতৃত্বে এ পদযাত্রায় উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
রবিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত পদযাত্রায় যোগদান করতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হয়। পদযাত্রাটি বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পদযাত্রার নিরাপত্তা নিশ্চিত করেতে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিত ছিলো।
এর আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপির আহবায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে এক পথসভায় প্রধান অতিথি আলতাফ হোসেন চৌধুরী বক্তৃতা প্রদান করেন।
তিনি বলেন, এ ফ্যাসিস্ট সরকার যতই বলুক দেশকে তারা সিঙ্গাপুরের দিকে নিয়ে যাচ্ছে, বস্তুত তারা দেশটাকে শৃলঙ্কার দিকে নিয়ে যাচ্ছে। সরকার জনগণের বুকের উপর জগদ্দল পাথর হয়ে বসে আচ্ছে। দেশ ও জনগণকে বাঁচাতে এ সরকারকে হঠাতে হবে। এ সরকার চায় যেনতেন প্রকারে একটি নির্বাচন করে আবার ক্ষমতায় যেতে; তাই ইভিএম নাটক সাজাচ্ছে। কোমর ভাঙা নির্বাচন কমিশন দিয়ে নিরপেক্ষ নির্বাচন হবে না। এমন নির্বাচন বিএনপি করবে না আর করতেও দেবে না।
পথসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা। আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ জেড এম সালেহ্ ফারুক, অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন বরগুনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তালিমুল ইসলাম পলাশ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: