গুরুদাসপুরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৬ পিএম

গুরুদাসপুর উপজেলার ধারাবাষিরা ইউনিয়নের বিন্যাবাড়ি হাজিরহাট গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সাফ্ফাত হোসেন ওই গ্রামের এনামুল হকের ছেলে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।

জানা যায়, শিশু সাফফাত সবে হাঁটতে শিখেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) শেষ বিকেলে বাড়িতেই খেলছিল সে। হঠাৎ পরিবারের লোকজনের দৃষ্টিগোচর হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রতিবেশির পুকুরে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: