ভাঙ্গায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গায় জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুর মঞ্চে ওঠাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেবাশীষ নয়ন (৩৫), আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আহ্বায়ক কামরুল ইসলাম (৩৮), বিনয় কুণ্ডু (৩৮) রান (২৯)। বাকিদের পরিচয় জানা যায়নি। স্থানীয় ও দলীয় সূত্র জানায়, যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কৃষি সম্মেলন ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চে উঠতে দেওয়া হয়নি জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, যুগ্ম-আহ্বায়ক শাহ সুলতান খান রাহাতসহ কয়েকজন নেতাকে।
অনুষ্ঠান চলাকালীন সময়ে মঞ্চে উঠতে না পেরে মঞ্চের পাশে বেশকিছু নেতাকর্মী নিয়ে দাঁড়িয়ে ছিলেন মিঠু। এসময় তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে অপরপক্ষ হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।এ ব্যাপারে জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক খান মো. শাহ সুলতান রাহাত অভিযোগ করেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সনের লোকজন এ হামলার সঙ্গে জড়িত।
হামলার শিকার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেবাশীষ নয়ন বলেন, জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুর ওপর হামলা করতে আসেন এমপি নিক্সন চৌধুরীর লোকজন। আমি এ হামলা ঠেকাতে গেলে লাঠিসোঁটা নিয়ে আমার ওপর তেড়ে এসে হামলা চালায় তারা।জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু বলেন, যুবলীগের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে আমাকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি। পরে উঠতে না পেরে মঞ্চের পাশেই দাঁড়িয়ে ছিলাম।
এ সময় ভাঙ্গার কিছু লোক আমাদের দিকে তেড়ে আসেন। আমার নেতাকর্মীরা ঠেকাতে গেলে তার মধ্যে কামরুল ইসলাম ও দেবাশীষ নয়নসহ কয়েক জন আহত হন। এ ব্যাপারে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, এতো বড় প্রোগ্রাম ও মানুষের ভিড়ে কোথায় কী হয়েছে সেটি আমি জানি না। আমি মঞ্চে ছিলাম।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: