ভাঙ্গায় গরু মোটা জাতকরণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৮ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ১দিন ব্যাপী গরু মোটা জাতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের কুদ্দুস শেখের বাড়িতে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ২ এর আওতায় ৩০জন সদস্য নিয়ে ১দিন ব্যাপী উন্নত প্রাণিসম্পদ প্রযুক্তি বিষয়ে সিআইজি খামরী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এ সময় কিভাবে গরু মোটাজাতকরণ করা যায়, গরুর সুষম খাবার তৈরি প্রণালী সম্পর্কে বিস্তারিত তথ্য গরুর খামারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পক্ষে খামারীদের মধ্যে বিভিন্ন ধরনের ঔষধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. খায়রুল ইসলাম, ডা. মো. ফুয়াদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে বিভিন্ন কর্মকর্তা ও খামারীরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: