জুড়ীতে জাতীয় বীমা দিবস পালিত

মৌলভীবাজার জেলার জুড়ীতে জাতীয় বীমা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ" এ প্রতিপাদ্য নিয়ে বুধবার (১ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে মিলিত হয়।
জাতীয় বীমা দিবসে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, সাগরনাল ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর নূর, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন, ফুলতলা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাস, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড জুড়ী শাখা ইনচার্জ মো: আনোয়ার হোসাইন, এজিএম আব্দুল্লাহ ইমন, বিএম নোমান আহমদ, আকমল হোসেন, হাবিবুর রহমান, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স জুড়ী শাখা ইনচার্জ, বিষ্ণু চন্দ্র দে, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স জুড়ী শাখা ইনচার্জ সাকিল আহমদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ, সরকারী-বেসরকারী কর্মকর্তা কর্মচারীগণ ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: