মুখস্ত বিদ্যার কোনো ভবিষ্যৎ নেই: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০১ মার্চ ২০২৩, ০৮:৪৪ পিএম

মুখস্ত বিদ্যার অভ্যাস বাদ দেওয়ার পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেন, ‘আমাদের বুঝে পড়তে হবে, যাতে পরে তা বাস্তবায়ন করতে পার। মুখস্ত করলে এক সময় তা ভুলে যাবে। মুখস্ত বিদ্যার কোনো ভবিষ্যৎ নেই। তাই বুঝে-শুনে পড়তে হবে। তাহলেই দেশ ও জাতির উন্নয়নে সেই শিক্ষা কাজে লাগবে।’ বুধবার (১ মার্চ) রাজধানীর মগবাজারের সিদ্ধেশ্বরী কলেজ মিলনায়তনে নবীন বরণ ও নতুন অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নাগরিক দরকার। আর স্মার্ট নাগরিক গড়তে স্মার্ট শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, দেশের জন্য স্মার্ট নাগরিক গড়ে তুলতে আমরা (সরকার) সেই স্মার্ট শিক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এ সময় সিদ্ধেশ্বরী কলেজে নবীনবরণ অনুষ্ঠান এবং আধুনিক ও দৃষ্টিনন্দন একটি অডিটোরিয়ামের নামফলক উন্মোচন করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা পড়াশোনা করব, সৃজনশীল কাজে অংশগ্রহণ করব। তবেই আমরা সঠিক ও সুন্দর মানুষ হিসেবে বেড়ে উঠব। আগামী প্রজন্মকে সুন্দরভাবে পরিচালিত করতে স্মার্ট শিক্ষা প্রয়োজন।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তির ব্যবহার আমাদের করতে হবে। যেহেতু সময়টাই প্রযুক্তির। তবে আমাদের মাথায় রাখতে হবে প্রযুক্তির ব্যবহারটা যেন সঠিক হয়।’

তিনি বলেন, ‘প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে মস্তিষ্কের ব্যবহার জরুরি। হাতের কাছে যা পাই তা-ই শেয়ার করলে চলবে না। যাচাই করতে হবে। হাতের সঙ্গে মাথার ব্যবহার করতে হবে। মুখে যা বলছি তার ক্ষেত্রেও ভেবেচিন্তে বলতে হবে ‘ শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের মানবিকতার চর্চা করতে হবে। তবেই আমরা সুন্দর ও সঠিক মানুষ হিসেবে বেড়ে উঠব। সোনার বাংলা গড়তে আমাদের সঠিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।’

তিনি বলেন, ‘যারা ভালো ফলাফল করছে তাদের জন্য যেমন সাফল্য তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও এটি অনেক বড় ব্যাপার। যারা শিক্ষা ক্ষেত্রে এই ধারা অব্যাহত রাখছে তাদের কৃতজ্ঞতা জানাই।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: