এবার মেক্সিকোয় আঘাত হানল ভূমিকম্প

প্রকাশিত: ০২ মার্চ ২০২৩, ১২:৪৭ পিএম

মেক্সিকোর ওক্সাকা অঞ্চলে আঘাত হেনেছে ৫.৭ মাত্রার ভূমিকম্প। ভূ-পৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল)। বুধবার (১ মার্চ) ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ ভূমিকম্পের খবর নিশ্চিত করে।

এর আগে, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ৪.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানে। এতে বলা হয়েছে, মঙ্গলবার ভোর ৪টা ৫ মিনিটে আফগানিস্তানে মাঝারি ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে হয় বলে জানিয়েছে ভারতীয় ভূমিকম্পবিদ্যা সংস্থা সূত্র - রয়টার্স

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: