হালুয়াঘাটে ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন

প্রকাশিত: ০২ মার্চ ২০২৩, ০৬:২৯ পিএম

‘বই কিনুন,বই পডুন, আলোকিত হোন’ এ স্লোগানকে সঙ্গে নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্কৃতি মন্ত্রণালয় ও উপজেলা প্রসাশনের সহযোগিতায় ময়মনসিংহের হালুয়াঘাটে শুরু হয়েছে ভ্রাম্যমাণ বইমেলা। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ফকির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা মৎস কর্মকর্তা মো. জাকির হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা রতন দাস, উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ কামরুল হুদা, কবি জালাল উদ্দিন আহমেদসহ উপজেলার বিভিন্ন সাহিত্য সংস্কৃতি সংগঠনের নেতৃবন্দ, শিক্ষার্থী, কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ বইমেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: