বিয়ের প্রলোভনে সহপাঠীকে ধর্ষণ, মাদ্রাসা ছাত্র গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে সহপাঠীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সজল (১৮) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে সজলকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।
এর আগে গত ৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় কামতাল মালিভিটাস্থ বাদিনীর বসতবাড়ির পূর্ব দিকে থাকার একটি রুমে ওই ধর্ষনের ঘটনা ঘটে। পুলিশ বুধবার (১ র্মাচ) বিকেলে বন্দর থানার মালিভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সজল বন্দর উপজেলার কামতালস্থ মালিভিটা এলাকার মৃত দেলোয়ার হোসেন মিয়ার ছেলে ও স্থানীয় নুরুল আলানুর এছহাকিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থী।
পুলিশ ভিকটিমকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ডাক্তারি পরিক্ষার পর বৃহ্স্পতিবার (২ মার্চ) দুপুরে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে।
এদিকে সহপাঠীকে ধর্ষনের ঘটনায় ধর্ষক মাদ্রাসা ছাত্র সজলের গ্রেফতারের সংবাদ ছড়িয়ে পড়লে খবর পেয়ে ধামগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার সফরউদ্দিনসহ একটি মহল সজলকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য রাতভর ব্যার্থ তদবির চালিয়েছে বলে অপর একটি সূত্রে জানা গেছে।
এলাকাবাসীর তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কামতাল মালিভিটা এলাকার মৃত দেলোয়ার হোসেন মিয়ার ছেলে দাখিল পরিক্ষার্থী সজল মিয়া স্থানীয় নুরুল আলানুর এছহাকিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসায় লেখাপড়া করার সুবাদে একই এলাকার একই মাদ্রাসা দাখিল পরিক্ষার্থী (১৬) সাথে পরিচয় হয়।
ওই পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর ধারাবাহিকতায় গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় দাখিল পরিক্ষার্থী পিতা মাতা বাসায় না থাকার সুবাদের লম্পট মাদ্রাসা ছাত্র সজল তার সহপাঠী দাখিল পরিক্ষার্থী (১৬)কে বিয়ের প্রলোভন দেখিয়ে বাদিনী বসত বাড়ী পূর্ব পাশে^র থাকার একটি রুমে নিয়ে জোর পূর্বকভাবে ধর্ষন করে।
পরে ধর্ষিতা বিষয়টি তার পরিবারকে জানালে এ ঘটনায় ভূক্তভোগী মাদ্রাসা ছাত্রী মা বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
এ ঘটনায় কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ গত বুধবার বিকেলে মালিভিটা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক মাদ্রাসা ছাত্র সজলকে গ্রেপ্তার করে।
বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক জানান, মাদ্রাসা ছাত্রী ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: