বরগুনা জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৩, ০৮:২৬ পিএম

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর বরগুনা জেলা শাখার কমিটি গঠন উপলক্ষে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৪ মার্চ) বেলা ১১ টার দিকে সার্বজনীন আকড়া বাড়ী প্রাঙ্গনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রবীন্দ্রনাথ বসু, ব্রজ গোপাল দেবনাথ ও কেন্দ্রীয় সদস্য কপিল হালদার সজল এর উপস্থিতিতে ১১ সদস্য বিশিষ্ট্য সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সম্মেলন প্রস্তুতি কমিটিতে আহ্বায়ক হিসেবে এড্. সঞ্জীব কুমার ও সদস্য সচিব হিসেবে রানা তালুকদারকে নির্বাচিত করা হয়।

এছাড়া গোপাল রায় ও জয়দেব রায় যুগ্ম আহ্বায়ক, সুখ রঞ্জন শীল, হরিহর চন্দ্র দাস, বিমান কান্তি গুহ, অঞ্জন চ্যাটার্জী, এড. জগদীশ চন্দ্র শীল, কাজল রানী দাস, সুখ রঞ্জন শীল ও খোকন কর্মকারকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়। এসময় সুখ রঞ্জন শীল’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য অমল কৃষ্ণ তালুকদার নন্দ, কৃষ্ণ কান্ত কর্মকার, সঞ্জীব দাস ও অঞ্জন চ্যাটার্জী।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: