নারায়ণগঞ্জে বখাটেদের উৎপাত, এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলীতে বখাটের উৎপাতে লামিয়া (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গত বুধবার (১ মার্চ) দুপুরে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় শুক্রবার (৩ মার্চ) রাতে দুই বখাটের নাম উল্লেখ করে নিহতের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। লামিয়ার মৃত্যুরপরও বখাটেরা তার বাড়ি ছাড়েনি।
জানা যায়, লামিয়া কানাইনগর এলাকার আঃ রহিমের একমাত্র মেয়ে। স্থানীয় কানাইনগর সোবহানিয়া স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্রী। এ বছর ওই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেয়ার প্রস্তুতি ছিল লামিয়ার।
ঘটনার ৩ দিন পর মৃত্যুর বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী মাঝে আলোচনা- সমালোচনা ও উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ লামিয়ার বাড়ি পরিদর্শন করে শোকাহত পরিবারকে শান্ত দেয়।
লামিয়ার বাবা আ. রহিম জানান, দীর্ঘদিন যাবত একই এলাকার পিয়ার আলীর বখাটে ছেলে মাহিন ওরফে মোহন (২৩) তার সহযোগী আল আমিনসহ ৪/৫ জনকে সঙ্গে নিয়ে স্কুলে আসা যাওয়ার পথে লামিয়াকে কুপ্রস্তাব দিতো।
তিনি আরও বলেন, ১মার্চ দুপুরে স্কুল থেকে বাসায় আসার পথে লামিয়াকে কুপ্রস্তাব দিয়ে জোর করে শারীরিক নির্যাতন করার চেষ্টা করে মোহন। এদিন তাদের প্রতিহত করে দৌড়ে লামিয়া বাসায় চলে আসলেও বখাটে মোহন দলবল নিয়ে বাসায় চলে আসে। মায়ের সামনেই লামিয়াকে অশ্লীল কথা বলে ডাকতে থাকে মোহন।
বখাটে মোহনের সন্ত্রাসী কায়দায় এমন মারাত্মক উৎপাতে ভয়ে লামিয়া ও তার বাবা মা চিন্তিত হয়ে পড়েন। বিকেলে তার বাবা ব্যবসায়ীক কাজে বাসা থেকে বাহিরে বের হয়। তার মা সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়েন। ওইসময় লামিয়া আত্মহত্যা করেছে।
আ. রহিম বলেন, আমার মেয়ে বখাটেদের শ্লীলতাহানি ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমি বখাটেদের বিচার চাই।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক বলেন, ঘটনাটি দুঃখজনক। দ্রুত পুলিশী সেবা পেতে সরকার ৯৯৯ চালু করেছে। যেকোন স্থানে বিপদে পড়ে মোবাইলে অথবা টেলিফোনে ৯৯৯ উঠিয়ে ফোন করে সমস্যা জানিয়ে সহযোগিতা পাবে যে কেউ। আ. রহিম অথবা তার স্ত্রী কিংবা তার মেয়ে ফোন করে সহযোগীতা চায়নি। আমরা চেষ্টা করছি বখাটেদের গ্রেপ্তার করার। এ ঘটনায় মামলা হয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: