ইমরান খানকে গ্রেপ্তার করতে বাসভবনে পুলিশ

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৩, ০৭:২৬ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) নেতা ইমরান খানকে গ্রেফতার করতে তার বাসভবনে পৌঁছেছে পুলিশ। লাহোরে ইমরান খানের বাসভবন জামান পার্কের বাইরে তারা অবস্থান নিয়েছেন। তবে পুলিশ আর ইমরান খানের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে পিটিআই-এর নেতা-কর্মীরা।

একাধিক স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, লাহোর পুলিশের সহযোগিতায় এই অভিযানে ইসলামাবাদ পুলিশও অংশ নিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, ইমরান খানের বাসভবনের অভ্যন্তরে উপস্থিত লোকেরা দরজা খুলছে না, পুলিশকে সহযোগিতা করছে না। এরই মধ্যে বিপুল সংখ্যক পিটিআইকর্মী জামান পার্কে পৌঁছাতে শুরু করেছে।

এছাড়া ইসলামাবাদ পুলিশের এক ‍টুইটে বলা হয়েছে, পিটিআই প্রধানকে গ্রেফতারের চেষ্টা করা হলেও তিনি গ্রেফতার ‘এড়িয়ে চলেছেন’। ইসলামাবাদ পুলিশের সুপার ইমরানের কামরায় গেলেও সেখানে তাকে পাওয়া যায়নি।

বর্তমানে পিটিআইয়ের শীর্ষ নেতাদের মধ্যে ফাওয়াদ চৌধুরী, ইয়াসমিন রশিদ, আসাদ উমর, এজাজ চৌধুরী এবং শাহ মাহমুদ কুরেশিসহ আরও অনেকেই লাহোরে ইমরান খানের বাসায় অবস্থান করছেন

পিটিআইয়ের অন্যতম শীর্ষ  নেতা ফাওয়াদ চৌধুরী জানান, ‘ইমরান খানকে গ্রেপ্তারের যে কোনো প্রচেষ্টা পরিস্থিতিকে মারাত্মকভাবে খারাপ করবে। আমি এ অযোগ্য ও পাকিস্তানবিরোধী সরকারকে পাকিস্তানকে আরও সংকটে ঠেলে না দেওয়ার এবং সংবেদনশীলভাবে কাজ না করার জন্য সতর্ক করতে চাই।’

উল্লেখ্য, এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইমরান খানের বিরুদ্ধে তোষাখানা মামলায় ইসলামাবাদের একটি আদালত জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ান জারি করে। সাবেক এ প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে দায়ের করা তোষাখানা মামলায় তিনবার শুনানি এড়িয়ে গেছেন। সর্বশেষ তার আদালতে উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি হাজির হননি। তার আইনজীবীরা আদালতকে জানান ব্যস্ত সূচির কারণে ইমরান খান আদালতে হাজির হতে পারেননি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: