শিল্প মন্ত্রণালয়ের সচিবের পঞ্চগড় সুগার মিল পরিদর্শন

দীর্ঘ দুই বছর ধরে পঞ্চগড় সুগার মিলের আখ মাড়াই কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এতে করে পঞ্চগড়ের হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ে। জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান হওয়ায় জেলার অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। এ নিয়ে ভুক্তভোগী শ্রমিকরা আন্দোলন চালিয়েছিল। এ কারনে পঞ্চগড় সুগার মিল পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রনালয়ের সচিব জাকিয়া সুলতানা। এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজউদ্দিন, পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাইমুজ্জামান ভূইয়া সহ সুগার মিলের কর্মকতা কর্মচারীরা উপস্থিত ছিল।
রবিবার (৫ মার্চ) বেলা সাড়ে এগারটার দিকে প্রথমে চিনিকলের অতিথি ভবনের দিকে জাকিয়া সুলতানার সাথে সুগার মিল কর্মচারী, আখচাষী, জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। আখচাষী শ্রমিক নেতা এবং সুগার মিলের কর্মকর্তা কর্মচারীদের বক্তব্য ও মতামত মনযোগ সহকারে শুনেন সচিব। সভায় নাইমুজ্জামান মুক্তা পঞ্চগড়ের সুগার মিলের আখমাড়াই বন্ধের নেতিবাচক প্রভাব এবং আখ মাড়াই শুরু নিয়ে প্রয়োজনীয়তা নিয়ে বিষদভাবে সচিবের সামনে তুলে ধরেন। এ সময় সচিব প্রধানমন্ত্রীর সাথে নির্দিস্ট সময়ে আলোচনা করে পঞ্চগড় সুগার মিল চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। সভা শেষে অতিথী ভবন প্রাঙ্গনে একটি খেজুর গাছ রোপন করেন।
পরে পঞ্চগড় সুগার মিলের কারখানা পরিদর্শন করেন সচিব। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান বর্তমানে এই মিলের আখ মাড়াই বন্ধের কারনে এই জেলার আখ পার্শবর্তি ঠাকুরগাঁও জেলার সুগার মিলে নেওয়া হয়। এ কারনে পরিবহন খরচ অনেক বেড়ে যায়। তিনি বলেন, এই মিলকে নিয়ে যৌথ ব্যবস্থাপনায় চালু করার কথা ভাবছে সরকার। একদিকে আখ চাষ হবে অন্যদিকে অন্য পন্যও চাষাবাদ হবে। তবে যৌথ ব্যবস্থাপনা মানেই কোন প্রতিষ্ঠানকে মালিকানা দেওয়া হবেনা।
তিনি আরও বলেন, শুধুমাত্র লভ্যাংশ নিয়ে চুক্তি হবে। পঞ্চগড় সুগার মিলের কারখানার অবস্থা অনেক ভালো রয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ উৎপাদন করতে সেই কারনে তিনি কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা চান। প্রতি একরে তিনি অন্তত ৪২ টন আখ উৎপাদন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। যদি এই লক্ষ্যমাত্রা পূরন হয় তাহলে আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে পারবো পঞ্চগড় সুগার মিলের আখ মাড়াই চালু বিষয়ে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: