কাদিয়ানী সম্প্রদায়ের উপর হামলা পরিকল্পিত: রেলপথমন্ত্রী

প্রকাশিত: ০৬ মার্চ ২০২৩, ০২:৫০ পিএম

পঞ্চগড়ে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, একটি গোষ্ঠী সব সময় ধর্মকে ব্যবহার করে আসছে। তারা ধর্মের দোহাই দিয়ে নানা ফৌজদার‌ী অপরাধ ঘটাচ্ছে। পঞ্চগড়ে তৌহিদী জনতার ব্যানারে বিএনপি জামাত যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা একাত্তারের নৃশংসশতাকেও হার মানায়। বিএনপি জামাত নানা নামে বেনামে গুপ্ত হামলা করে মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের বাড়ি নির্মাণ করে দেয়া হবে বলে জানান মন্ত্রী।

সোমবার (৬ মার্চ)  সকাল সাড়ে ১০টায় আহমদিয়া সম্প্রদায়ের মানুষজনকে খাদ্য ও মানবিক সহায়তাদান ও আগুন ও হামলায় ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শনকালে এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, হামলাকারীরা পূর্ব পরিকল্পনা নিয়ে কাজ করেছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ক্ষ্তিগ্রস্থদের নিরাপত্তা দেয়ার দ্বায়িত্ব সরকারের। তবে এত বড় ঘটনা ঘটনার আগে আইনশৃংখলা বাহিনী কেন কোন তথ্য পেলনা। এখানে তাদের কোন গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পরে মন্ত্রী পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত ১৭৯টি পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল, ১টি করে শাড়ি ও লুঙ্গি এবং কম্বল বিতরণ করেন।
এসময় রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল আলিম মাহমুদ, পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপারিএমএম সিরাজুল হুদা সহ আইনশৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা সহ আহমদিয়া জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে হামলায় পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে যান রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

এদিকে বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের ফুলতলা বাজার এলাকায় হামলা, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ বাড়ি ঘর পরিদর্শন করতে গেলে মন্ত্রীর গাড়ির সামনে এসে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান ক্ষতিগ্রস্থরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: