পাথরঘাটায় যুব উৎসব উদযাপন

বরগুনার পাথরঘাটায় মৎস্যজীবী সম্প্রদায়ের জীবন মান ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে ও পাথরঘাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় স্থানীয় মৎস্যজীবী সম্প্রদায়ের ছেলে ও মেয়েদের নিয়ে যুব উৎসব উদযাপন করা হয়েছে। সোমবার (৬ মার্চ) দিনব্যাপী পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে এ যুব উৎসবের উদ্বোধন করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন।
এর আগে পাথরঘাটায় যুব উৎসব উদযাপন উপলক্ষে সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর শতাধিক গ্রুপ সদস্যরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন।
পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু'র সভাপতিত্বে পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আকন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আঞ্চলিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পাথরঘাটা ক্লাস্টার অফিসার প্রশান্ত কুমার কুন্ডু, ক্লাস্টার ফ্যাসিলিটেটর শাবুদ আল ইসলাম রিপন, নার্গিস খানম ও আল মামুন প্রমূখ।
আলোচনা শেষে মৎস্যজীবী সম্প্রদায়ের ছেলেদের ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প ও মেয়েদের বিস্কুট দৌড় ১০০ মিটার, বালিশ বদল, মার্বেল দৌড়, মিউজিক্যাল চেয়ার হিটিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: