প্রধানমন্ত্রীর ময়মনসিংহ আগমণ ঘিরে উৎসাহ আমেজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ আসছেন আগামী ১১ মার্চ। ঢাকা থেকে ময়মনসিংহ আসার পথিমধ্যে ত্রিশালে একনজর হয়তো মিলবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা। ময়মনসিংহের টাউনহল মাঠে জনসভায় যোগ দিতে প্রস্তুত জেলার সকল উপজেলার মত ত্রিশালের নেতা-কমীরাও। আ.লীগ ও অঙ্গসংগঠনের হাজারো নেতা- কর্মীর চোখে মুখে এবং হৃদয়ের মাঝে উৎসাহ আমেজ পরিলক্ষিত দেখা গেছে। কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশাল উপজেলা ঘুরে এবং দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, ১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশ ময়মনসিংহ টাউনহল।
এই সমাবেশ স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে বলে আশা করছেন তারা। জনসভায় জেলার সর্বাধিক লোকসমাগম সংখ্যায় ত্রিশালের বেশি করতে রাতদিন কাজ করছেন, ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ। তিনি এই উপজেলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক, যুব লীগের সভাপতি ছিলেন। এখন আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। তিনি পরপর তিনবার নির্বাচিত মেয়র। ইতোমধ্যে তাকে ঘিরে নেতা- কর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে আশার আলো। এবার তাকে সংসদ সদস্য হিসাবে দেখতে চাইছেন ত্রিশালের সকল স্তরের সাধারণ মানুষ ও দলীয় নেতা- কমীগণ। তারা বলছেন, মেয়র হয়ে তিনি পৌরসভাকে উন্নতির চরম শিখরে তুলে ধরেছেন। একইভাবে পৌরসভার মত ত্রিশাল উপজেলার উন্নয়নে তার বিকল্প নেই। তিনি এমপি হিসাবে মনোনয়ন পাবেন এজন্য সমর্থকরা নেত্রীর কাছে এ কথাটি পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি বলেন, তিনি ডায়নামিক মেয়র আবার ত্যাগী নেতা হিসাবে অত্যন্ত দক্ষ, পরিক্ষিত ও রাজপথের দুর্বার আন্দোলনের অগ্রসৈনিক যেমন তেমনি জামায়াত রাজাকার ও অপশক্তিগৌষ্ঠীর আতঙ্ক। তার হাতেই রয়েছে ডিজিটাল ত্রিশাল উপজেলা গড়ার স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নে চাই প্রধানমন্ত্রীর আর্শীবাদ। সুযোগ্য হিসাবে আনিছুজ্জামানকেই তারা নেতৃত্বে দেখতে চান।
মেয়র আনিছ বলেন, ত্রিশালেই নয় ময়মনসিংহ জেলার সর্বত্রই উন্নয়নের ছোঁয়া লেগেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে। বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যার মুখের কথাগুলো শুনতে জেলাবাসীরমত ত্রিশালবাসীও অধীর আগ্রহে অপেক্ষ করছে ১১ মার্চের প্রতিক্ষায়। প্রধান অতিথি হিসাবে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আগমনী ঘিরে নেতা-কর্মীরা এখন আগের চাইতে অনেক বেশি উজ্জীবিত। জেলার ত্রিশালের মত সকল উপজেলার আনাচে-কানাচে ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। তাদের বিশ্বাস ও আশা ময়মনসিংহ হবে মাননীয় প্রধানমন্ত্রীর স্মরণকালের সমাবেশ। তিনিই এই জেলাকে বিভাগে রুপান্তরিত করেছেন। তার প্রতি শ্রদ্ধা সকল শ্রেণি পেশার মানুষের।
জেলা আ.লীগের সভাপতি এহতেশামুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ময়মনসিংহ আগমন উপলক্ষে আমাদের সব ইউনিটের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ। তৃণমূল পর্যায়ে সভা-সমাবেশ ও নানাভাবে প্রচার-প্রচারণা পরিচালিত হচ্ছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: