বিবাহিত ২ বোন উধাও, বউ খুঁজছেন স্বামীরা
বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে গত ৭ দিন ধরে নিখোঁজ দিদি! ঠিক তার এক দিন পর থেকে নিখোঁজ হলেন তার আরেক বোনও। দু’জনেই বিবাহিত। একসঙ্গে তাঁদের অন্তর্ধানে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার করিমপুরে। দিদি সুনীতা মালাকারের শ্বশুরবাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁয়। তাঁর দুই সন্তান রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি বনগাঁ থেকেই নিখোঁজ হন সুনীতা। তার পর ১ মার্চ থেকে বোন চায়না মালাকারের খোঁজ মিলছে না। চায়নার শ্বশুরবাড়ি করিমপুরেই। তাঁরও একটি এক সন্তান রয়েছে। দুই পরিবারের দাবি, দু’জনেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তাঁরা সম্ভবত তাঁদের প্রেমিকের সঙ্গেই কোথাও চলে গিয়েছেন! দুই পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালে করিমপুরের চায়নার সঙ্গে ওই থানায় এলাকার অন্তর্গত গোপালপুরের বাসিন্দা পিটার বিশ্বাসের প্রেম করে বিয়ে হয়। পিটারের দাবি, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েই বাড়ি ছেড়েছেন স্ত্রী। তাঁর কথায়, ‘‘ভালবেসে সর্বস্ব উজাড় করে দিয়েছিলাম। কেরিয়ার জলাঞ্জলি দিয়ে ওঁর সঙ্গে সংসার পেতেছিলাম। কোনও দিন ভাবিনি, এ ভাবে ছেড়ে যাবে!’’ স্থানীয় সূত্রে দাবি, বিয়ের পর দু’বার ঘর ছেড়েছেন সুনীতা! সেই দু’বারও তাঁর পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার কথা প্রকাশ্যে এসেছিল বলে দাবি পরিবারের তরফেও।
পরিবারের তরফে দায়ের হওয়া নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। তদন্তকারীদের সূত্রে খবর, দুই বোনেরই কললিস্ট খতিয়ে দেখা হচ্ছে। তাঁরা কাদের সঙ্গে ফোনে কথা বলতেন, শেষ বার কার সঙ্গে তাঁরা যোগাযোগ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র - আনন্দবাজার
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: