গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা মহড়া অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৩, ০৫:১২ পিএম

স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা র‌্যালি ও দুর্যোগ প্রস্তুতি মূলক মহড়া অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১০ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর বাস্তবায়নে, উপজেলা পরিষদ স্কুল ক্যাম্পাসে দুর্যোগ প্রস্তুতি মূলক মহড়া অনুষ্ঠিত হয়, উপজেলা চত্বরে র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মো.পারভেজ মল্লিক, পৌর মেয়র মো. রকিবুল হক ছানা, গোপালপুর থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম লাভলু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা বেগম, উপজেলা তথ্য বিষয়ক কর্মকর্তা তাসলিমা খানম, গোপালপুর ফায়ার সার্ভিস সিভিল ডিভিশন ভারপ্রাপ্ত অফিসার রফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস অফিসার মোঃ মুরাদ হোসেন,

ভূমিকম্প, বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষা পেতে, উদ্ধারকারী দল কিভাবে উদ্ধার করবে সে দিক নির্দেশনামূলক মহড়া প্রদর্শনী।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: