‘সন্ত্রাসের ও অগ্নিসংযোগের বিরুদ্ধে খেলা হবে, মানুষ হত্যার বিরুদ্ধে খেলা হবে’

বিএনপি জামাতের হামলা অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে সাংসদ মজাহারুল হক প্রধান বলেছেন, পঞ্চগড় স্টেডিয়ামে আসেন খেলা হবে। সন্ত্রাসের বিরুদ্ধে অগ্নিসংযোগের বিরুদ্ধে এবং মানুষ হত্যার বিরুদ্ধে খেলা হবে। দিন তারিখ ঠিক করেন আমরা প্রস্তুত বাইরে থেকে লোক হায়ার করে এনে পঞ্চগড়ের শান্তি নস্ট করেছেন তাদের বিরুদ্ধে খেলা হবে।
সাংসদ বলেন, আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মী ইস্পাত আদর্শ দিয়ে গড়া। আওয়ামীলীগের নেতা কর্মীদের তিনি আহ্বান জানান এই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোন মহুর্তে জননেত্রী শেখ হাসিনার ডাকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে মানুষ হত্যার বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুুত থাকতে হবে। বিএনপি’র আমলে আন্দোলনের কথা স্মরন করে বলেন সেদিন পঞ্চগড়ে লগি বৈঠা দিয়ে বিএনপি জামাতের আক্রমনকে প্রতিহত করা হয়েছে। সেদিন পঞ্চগড়ে সপ্তাহজুড়ে বিএনপি নেতাকর্মীরা বাড়ি থেকে বের হতে পারেনি বাজার করতে পারেনি। আর এখন তো আওয়ামীলীগ আরো বেশি শক্তিশালী। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শের-ই বাংলা পার্কের মুক্তমঞ্চে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সম্প্রতি কাদিয়ান সম্প্রদায়ের বাড়িঘর দোকানপাটের উপর হামলা অগ্নিসংযোগ এবং লুটপাট সহ দেশব্যাপি বিএনপি জামাতের ষড়যন্ত্র ও সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে পঞ্চগড়ে শান্তি মিছিল সমাবেশ আয়োজন করেন সদর উপজেলা আওয়ামীলীগ। এর আগে পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি শান্তি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ একই স্থানে এসে শেষ হয়।
এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলামের সভাপতিত্বে শান্তি সমাবেশে, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু তোয়বুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন প্রমুখ বক্তব্য রাখেন। মিছিল সমাবেশে সদর উপজেলা আওয়ামীলীগের দশটি ইউনিয়নের সহস্রাধিক নেতা কর্মী অংশ নেয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: