হালুয়াঘাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

প্রকাশিত: ১০ মার্চ ২০২৩, ০৩:৫৭ পিএম

‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম) এর আয়োজনে র‌্যালি,অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন শামীম, হালুয়াঘাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. ওমর খইয়ম, ফায়ারফাইটার মো.শাহজাহান মিয়া প্রমুখ। শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নির্বাপন বিষয়ক মহড়া প্রদর্শন করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: