নবীগঞ্জে দলিল লেখক সমিতির সভাপতিসহ ৪ জুয়াড়ি গ্রেফতার

প্রকাশিত: ১০ মার্চ ২০২৩, ০৭:২৪ পিএম

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের দুর্গাপুর (কামালপুর) এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে নবীগঞ্জ দলিল লিখক সমিতির সভাপতিসহ ৪ জুয়াড়িতে গ্রেফতার করেছে হবিগঞ্জের গোয়েন্দা শাখা। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৮ হাজার ৫’শ টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার করগাঁও ইউনিয়নের দুর্গাপুর (কামালপুর) এলাকার নুরুল হকের বসতঘরে জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ গোয়েন্দা শাখার (ডিবি) এসআই অভিজিত ভৌমিকের নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের উত্তর পাড়াস্থ নুরুল হকের বসত ঘরে জুয়া খেলা অবস্থায় ৪ জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- নবীগঞ্জ সাবরেজিষ্টার অফিসের দলিল লিখক সমিতির সভাপতি পৌর এলাকার গন্ধ্যা গ্রামের আখলাকুর রহমান চৌধুরীর ছেলে মোঃ আক্তারুজ্জামান চৌধুরী ওরপে রুহেল চৌধুরী (৪৫), একই গ্রামের মৃত এমরান মিয়ার ছেলে আবুল কালাম (৪৬), দুর্গাপুর (কামালপুর) গ্রামের মোঃ তাহের মিয়ার ছেলে রুহুল আমীন (৪২) ও গুমগুমিয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে মোঃ মাসুম মিয়া (৩৫)। এ সময় অজ্ঞাতনামা ৩/৪ জন জুয়াড়ি দৌড়ে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ সাড়ে ৮ হাজার টাকা উদ্ধার করে। রাতে এ ব্যাপারে হবিগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) এসআই অভিজিত ভৌমিক বাদী হয়ে নবীগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন। হবিগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) এসআই অভিজিত ভৌমিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: