মোল্লাহাটে মধুমতি নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১০ মার্চ ২০২৩, ০৭:৩৩ পিএম

বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শুভ (২৫) নামে তাবলীগ জামাতের এক মুসল্লির মৃত্যু হয়েছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (১০ মার্চ) সকাল ১১টায় মধুমতি নদীর মোল্লাহাট খাদ্য গুদাম ঘাটে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের ৩ ঘন্টা পর তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরীরা। শুভ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মোবারেকের ছেলে।

শুভ'র আপন চাচা হাজি আলমাস জানান, গত মঙ্গলবার বিকেলে নীজ বাড়ি সিরাজদিখান হতে আমি ও আমার ভাতিজা তাবলীগ জামাতের সাথে মোল্লাহাটের খাদ্য গুদাম ঘাটে শেখ বাড়ি মসজিদে আসি। দুর্ঘটনার সময় আরো কয়েক মুসল্লির সাথে নদীর ঘাটে গোসল করতে গিয়ে ডুব দিয়ে নিখোঁজ হয় শুভ। এরপর প্রথমে স্থানীয়রা খুঁজে না পেয়ে নিকটস্থ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। তখন ফায়ার সার্ভিসের কর্মীরা পানিতে নেমে খুঁজতে থাকেন। তারাও না পাওয়ায় খুলনা থেকে ডুবুরী আনা হয়, এরপর ডুবুরীদের তল্লাশিতে নিখোঁজের স্থানের কাছ থেকে শুভ'র মৃত দেহ উদ্ধার হয়।

মোল্লাহাট ফায়ার সার্ভিসের টিম লিডার হাসানুর রহমান জানান, মধুমতি নদীতে গোসল করতে নেমে শুভ নামে এক যুবক নিখোঁজ হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা উদ্ধার চেষ্টা করে ব্যর্থ হই। পরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে ১ঘন্টা চেষ্টা করে মধুমতি নদী থেকে নিখোঁজ শুভর মরদেহ উদ্ধার করে। আমরা নিহতের মরদেহ মোল্লাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, এ বিষয়ে নিহত শুভর পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: