বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

প্রকাশিত: ১১ মার্চ ২০২৩, ০৯:০১ এএম

রাজধানীর বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। শুক্রবার (১০ মার্চ) রাতে দুজনের মরদেহ হাসপাতালে আনা হয়।

শুক্রবার (১০ মার্চ) রাতে বাড্ডার সাঁতারকুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের নাম ঠিকানা ও বিস্তারিত জানা যায়নি। ওই নারী পরিবার নিয়ে এক বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে।

বাড্ডা থানার এসআই ফাতেমা সিদ্দিকা সোমা বলেন, বাসার সিঁড়ি মোছার কাজ করার সময় পাশে থাকা একটি বিদ্যুতের তারে জড়িয়ে স্পৃষ্ট হন তিনি। পাশে থাকা তার চার বছরের এক ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: