নবাবগঞ্জে কোটি টাকার জমি উদ্ধার

প্রকাশিত: ১১ মার্চ ২০২৩, ১০:১৭ পিএম

নবাবগঞ্জ উপজেলায় অবৈধ দখলে থাকা কোটি টাকার জমি উদ্ধার করেছেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা যায়, শনিবার (১১ মার্চ) সকালে নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের পুরাতন বান্দুরা মৌজার নবাবগঞ্জ-দোহার সড়কের পাশে ১নং খাস খতিয়ানের জমি জোসেফ ও আলবার্ট নামক দুই জন ব্যক্তি ব্যক্তিমালিকানা দাবী করে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে দখলে রেখেছেন। এই সরকারি জমি তারা পাকা ওয়াল নির্মাণ, বাথরুম, ফিজিওথেরাপির কক্ষ নির্মাণসহ বৃক্ষ রোপন করে অবৈধভাবে ভোগদখলে রয়েছেন।

অপরদিকে, নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের জালালপুর গ্রামে সরকারি হালট বন্ধ করে বিল্ডিং নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে এবং বিল্ডিং ভেঙে দেওয়া হয়েছে। এই সরকারি রাস্তার বিপরীত পাশে অবস্থিত একটি মডেল উচ্চ বিদ্যালয় ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের চলাচলের রাস্তা উন্মোক্ত হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: