সন্ত্রাস করে কোনদিন বাংলাদেশের মানুষকে দাবাতে পারবে না: রেলপথ মন্ত্রী

প্রকাশিত: ১২ মার্চ ২০২৩, ১২:১৪ এএম

সন্ত্রাস করে কোনদিন বাংলাদেশের মানুষকে দাবাতে পারবে না, কারণ বাংলাদেশে বহু দূর এগিয়েছে, উপস্থিত জনতার চেহারা দেখলে বোঝা যায় মানুষ সূখে আছে। এটিই ছিল বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন আমি গরীব দূ:খী মানুষের মুখে হাসি ফোটাতে চাই। আজ সাধারন মানুষের মুখে আমরা হাসি দেখতেছি। কৃষকের আজ খাবারের অভাব নেই।

মন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে দেখেছি, যে দেশ যত উন্নত সেই দেশের রেল ব্যাবস্থা তত উন্নত। আমাদের যোগাযোগের রেলপথ সড়কপথ আকাশপথ পানিপথ এই চারটি রাস্তার মধ্যে একটি পথ না থাকলে কি চলবে? বিএনপি সরকারের আমলে খড়া করে ফেলছিল দেশটাকে। তিনি বলেন ৩ হাজার কিলোমিটার রেলপথ থেকে ৫শত কিলোমিটার কমিয়ে এনেছিল।

রেলপথ মন্ত্রী আরও বলেন, সরকার কোন দূর্বল সরকার নয় এটি জনগনের সরকার শেখ হাসিনার সরকার। মন্ত্রী শনিবার (১১ মার্চ) রাতে পঞ্চগড় শের-ই বাংলা পার্কের মুক্তমঞ্চে কৃষকলীগের কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস প্রমানিকের সভাপতিত্বে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লাতিফ তারিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাইমুজ্জামান মুক্তা, যুগ্ন সাধারন সম্পাদক আবু সারোওয়ার বকুল সহ জেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন। কৃষক সমাবেশে পাঁচ উপজেলার কৃষকলীগের নেতা কর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের সহ্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: