প্রধানমন্ত্রীর মনে কৃষক ও সাধারণ মানুষ রয়েছে: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, সিংড়ায় ৬২ হাজার ২৫০ জন পরিবারকে কৃষি উপকরণের কার্ড দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে সিংড়া উপজেলা হলরুমে কৃষি প্রনোদনার আওতায় ১২০০ জন কৃষকের মাঝে পাট বীজ বিতরণ উদ্ধোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, ১০ টাকার ব্যাংক একাউন্ট খুলে ৬৮ হাজার ৫২০ টি পরিবারকে ডিজেলের পরিবর্তে টাকা এবং বিভিন্ন কৃষি প্রনোদনা পাচ্ছেন। ৪৮ হাজার ১৮৮ জন কৃষক বিভিন্ন কৃষি উপকরণ ভুর্তকিতে প্রনোদনা পাচ্ছেন। বিজ্ঞান প্রযুক্তি, উদ্ভাবন কি ভাবে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। প্রধানমন্ত্রীর ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে চান। সেজন্য তিনি চারটি স্তম্ভ ভিত্তি করতে চান। স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার ব্যবস্থা,স্মার্ট অর্থনীতি ব্যবস্থা।
পলক আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশের কৃষি ব্যবস্থা সমৃদ্ধি। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ বিতরণ করছেন। কৃষকরা সার, তেল ও সেচ ব্যবস্থার সুবিধা পাচ্ছে। বিনা পয়সায় কৃষকরা জমিতে পানি দিতে পারছেন। শুষ্ক মৌসুমে কৃষকরা খাল থেকে সেচ ব্যবস্থা পাচ্ছে।
এ বছর সিংড়ায় রের্কড পরিমান সরিষার আবাদ হয়েছে। ৪ হাজার ৬২০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। কৃষকরা রক্ত ঝড়িয়ে, মাথার ঘাম পায়ে ফেলে ৭ হাজার মে.টন সরিষা উৎপাদন করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের এক ইঞ্চি মাটিও অনাআবাদি রাখা যাবে না। সবখানে ফসল ফলাতে হবে। প্রধানমন্ত্রীর মনে কৃষক ও সাধারণ মানুষ রয়েছে। তিনি কৃষকদের কল্যাণে সব সময় কৃষিতে কাজ করেন। আমাদের কৃষিবান্ধব আর্দশ কৃষক প্রধানমন্ত্রী।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, কৃষিবিদ সেলিম রেজা প্রমুখ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: