আশুলিয়ায় বংশী নদীর ৫৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১২ মার্চ ২০২৩, ০৮:৫০ পিএম

সাভারের আশুলিয়ায় বংশী নদীর পাড়ে অভিযান পরিচালনা করে ৫০ শতাংশ জায়গা জুড়ে অবৈধভাবে গড়ে ওঠা ৫৩টি স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা জেলা প্রশাসন। রোববার (১২ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান চৌধুরী ও সুবীর কুমার দাশ।

অভিযান পরিচালনাকারী সূত্রে জানা যায়, উচ্চ আদালতের নির্দেশে ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে সাভারের নয়ারহাট এলাকায় বংশী নদীর পাড়ে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনার মালিকদেরকে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়।পরে আজ পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে দুজন সিনিয়র সহকারী কমিশনারসহ স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নদী তীরের দখল করা ৫০ শতাংশ খাস জমির উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দিয়ে সেই জমি দখলমুক্ত করা হয়েছে।

এবিষয়ে ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. আদনান চৌধুরী বলেন, আজ সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে আশুলিয়া নয়ারহাট এলাকার বংশী নদীর তীরবর্তী ৫৩ জন অবৈধ দখলদারদের ৫৩টি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় ৫০ শতাংশ খাস জমি দখলমুক্ত হয়েছে। আগে থেকে তাদেরকে নোটিশ করায় তারা নিজেরাই নিজেদের মালামাল সরিয়ে নিয়েছিল। আজকে আমরা শুধু তাদের স্থাপনাগুলো গুড়িয়ে দিয়েছি।

এসময় উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গিয়ে কোনোরূপ বাধার সম্মুখীন হতে হয়নি বলেও জানান এই কর্মকর্তা।

এসময় আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম এবং সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: