অসুস্থ মেয়র আরিফের শয্যাপাশে সিলেট মহানগর বিএনপি

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩, ০৬:৪৫ পিএম

হঠাৎ করে গুরুতর অসুস্থ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে দেখতে হাসপাতালে গেছেন সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।

সোমবার (১৩ মার্চ) দুপুরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মেয়রকে দেখতে যান মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

এসময় তারা মেয়রের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর আশু রোগমুক্তি কামনা করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: